Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কালের স্বাক্ষী বহনকারী হরিহর নদীর পূর্ব তীরে গড়ে উঠা মনিরামপুর উপজেলার পূর্বদিকে প্রায় ০৭ (সাত) কিলোমিটার দুরে মুক্তেশ্বরী নদীর পার্শ্বে হোগলাডাংগা বাজারে হরিদাসকাটি ইউনিয়ন পরিষদ অবস্থিত। কাল পরিক্রমায় আজ হরিদাসকাটি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

লোকমুখে জানা যায় বহুদীন পূর্বে হরিদাসকাটি গ্রামে ঠাকুর ব্রাহ্মণরা বাসকরত। তারা ছিল অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছল ও জমিদার। অত্র ইউনিয়ন পরিষদে হরিদাসকাটি গ্রামটি শুধুমাত্র একটি ওয়র্ড হিসাবে ধরা হয়। তখনকার এই ঠাকুর পরিবার থেকে সর্বপ্রথম একটি ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাব হয় এবং তা এই গ্রামের মানেই ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়। তবে ইউনিয়ন পরিষদটি হরিদাসকাটি গ্রামের নাম অনুসারে রাখা হলেও পরিষদের ভবনটি কিন্তু হোগলাডাঙ্গা গ্রামে স্থাপন করা হয়।  তখনকার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন হোগলাডাঙ্গা গ্রামের মোঃ সাকাওয়াত হোসেন।

 

ক) নাম – ০৫নং হরিদাসকাটি ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৯.৫৫ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২১,৬৭৮ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২০ টি।

ঙ) মৌজার সংখ্যা – ২০ টি।

চ) হাট/বাজার সংখ্যা -০৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – টেকার/ভ্যান/মোটরসাইকেল।

   - ইউনিয়নে মোট পাকা রাস্তা ৩০ কিঃমিঃ

   - ইউনিয়নে মোট এইচবিবি সড়ক ১৫ কিঃমিঃ

   - ইউনিয়নে মোট কাঁচারাস্তা ২৯০ কিঃমিঃ

জ) শিক্ষার হার – ৭৫%। (২০০৮ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১ টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৩ টি,     

    মাধ্যমিক বিদ্যালয় ১০টি

    কলেজ- ০১টি

    এবতেদয়ি মাদ্রাসা- ০২টি

    দাখিল মাদ্রাসা- ০১টি

    আলিম মাদ্রাসা- ০১টি

    কিন্ডান গার্টেন স্কুল- ০১টি

    অন্যান্য প্রতিষ্ঠান- ১৮ টি

 

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব নিরাঞ্জন প্রসাদ বিশ্বাস

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – নতুন কোন ভবন নির্মাণ করা হয়নি। তবে পূর্বে যে ভবনটি ইউনিয়ন পরিষদ হিসাবে ব্যবহার করা হতো

                           তা এখনো পর্যন্ত বিদ্যমান আছে।

ঢ) গ্রাম সমূহের নাম –

             চান্দুয়া              ভোমরদাহ                শ্রীপুর

             কাটাখালী            হাজরাইল                নলঘোনা

             হরিদাসকাটি          সমসকাটি               কাজিরগ্রাম

             কোড়ামারা           পাঁচবাড়ীয়া              কুমারসীমা

             হোগলাডাঙ্গা          বাহাদুরপুর              মধুপুর

             ভুলবাড়িয়া          পাঁচকাটিয়া               কুচলিয়া

             নেবুগাতী            দিগঙ্গা

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

             

  1.