লোক মুখে শোনা যায় এক সময় হরিদাসকাটি গ্রামে অনেক জমিদার বসবাস করত। তারা এলাকায় গ্রাম্য শালিস করতো। পরবর্তীতে ১৯৪২-১৯৪৩ সালের দিকে যখন ইউনিয়ন পরিষদ নির্মাণের সিদ্ধান্ত হয় তখন শ্রীপুর গ্রামের নিজাম আলী সরদার প্রথম পেসিডেন্ট নির্চাচিত হয় (তখনকার সময় চেয়ারম্যান পদের পরিবর্তে প্রেসিডেন্ট পদ ছিল)। পরবর্তীতে নিজাম আলী সরদারের বন্ধু অমূল্য রতন চক্রবর্তী চেয়ারম্যান নির্বাচিত হন। বিচার শালিসের জন্য ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিলে নিজাম আলী সরদার হোগলাডাংগা বাজারে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কথা বলেন। তার কথায় সকলে সম্মতি দিয়ে হোগলাডাংগা বাজারে ০৫ নং হরিদাসকাটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে বাহাদুরপুর গ্রামের তারক চন্দ্র দত্ত, মনীন্দ্রনাথ সরকার, যতীন্দ্রনাথ সরকার চেয়ারম্যান হন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS