Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইউনিয়ন পরিষদ।
বিস্তারিত

হরিদাসকাটি ইউনিয়ন পরিষদ একটি পুরাতন ইউনিয়ন পরিষদ। হরিদাসকাটি ইউনিয়ন পরিষদ হরিদাসকাটি গ্রামের নামে হলেও এর অবস্থান হয়েছে হোগলাডাঙ্গা বাজারে। মনিরামপুর থানা হইতে মাত্র পাঁচ কিলোমিটার পূর্ব দিকে মনিরামপুর টু নওয়াপাড়া সড়কের দক্ষিণ পার্শ্বে হোগলাডাঙ্গা গ্রামে। পাকিস্থানি শাসনের সময় তখন চেয়ারম্যানদের প্রেসিডেন্ট বলা হতো। সেই সময় নিজাম আলী নামে এক ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন। নিজাম আলী সরদার কোন লেখাপড়া জানতো না। তাই হোগলাডাঙ্গা গ্রামে তার এক কাছের মানুষ ছিল যে কিনা প্রেসিডেন্ট এর সমস্ত কাজ লেখালেখি করত। তার কারণে নিজাম আলী সরদার হোগলাডাঙ্গা গ্রামে বেশির ভাগ সময় ব্যয় করত। আর তার জন্য তিনি হোগলাডাঙ্গা বাজারে বসার জন্য একটি ঘর ঠিক করেন। আর তা কালক্রমে হোগলাডাঙ্গা বাজারেই ইউনিয়ন পরিষদ স্থাপন করা হয়। সেই সময় এই ইউনিয়ন পরিষদের পশ্চিম এলাকায় অর্থাৎ হোগলাডাঙ্গা, বাহাদুরপুর এলাকার লোকজন চেয়ারম্যান হতেন। যেমন যতীন সরকার এর বাড়ি ছিল বাহাদুরপুর গ্রামে অর্থাৎ হোগলাডঙ্গা গ্রামের ঠিক দক্ষিণ পার্শ্বে। তিনিও হোগলাডাঙ্গার অফিসে চেয়ারম্যানি করেছেন। পরবর্তীতে ১৯৮৬ সালের নির্চাবনে হোগলাডাঙ্গা গ্রামে সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তি চেয়ারম্যান হন। সেই সময় তিনি হোগলাডাঙ্গা বাজারে ইউনিয়ন পরিষদ ভবন নির্মান করেন। আর সেই থেকে হোগলাডাঙ্গা গ্রামেই ইউনিয়ন পরিষদ থেকে যায়। সাখাওয়াত হোসেন চেয়ারম্যান যে ইউনিয়ন পরিষদ ভবন নির্মান করেন তা এখনও পর্যন্ত বিদ্যমান। জায়গার অভাবে এখনও পর্যন্ত কম্পলেক্স ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।