আমাদের ইউনিয়নের এক পাশ হতে ১, ৪, ৫, ৮ ও ৯ নং ওয়ার্ড এর মাঝামাঝি বয়ে গছে মুক্তেশ্বরী নদী। এই নদীতে এখনও পর্যন্ত বর্ষাকালে জোয়ার-ভাটা ওঠা-নামা করে। এই মুক্তিশ্বরী নদীটি এখনও পর্যন্ত ইউনিয়নের সৌন্দর্য্য বসে নিয়ে আসে। সংস্কারের অভাবে এই নদীটি তার নিজেস্ব সৌন্দর্য্য হারিয়ে ফেলেছে। তবে এখনও পর্যন্ত এই নদীতে মাছ ধরে প্রায় ১০০০ পরিবার তাদের জীবিকা নির্বাহ চালায়। এই নদীতে বারমাস পানি থাকে। মাঝে মাঝে বর্ষা মৌসুমে নদীর দুই পাশ ছাপিয়ে জেয়ারের পানি গ্রামের ভিতর প্রবেশ করে বন্যায় প্লাবিত করে থাকে। তখন মানুষের দুঃখের শেষ থাকে না। তা ছাড়া অত্র হরিদাসকাটি ইউনিয়নটি পানিবন্ধি ইউনিয়ন হিসাবে দীর্ঘদিন যাবত পরিচিতি লাভ করেছে। প্রায় সারা বছর এই ইউনিয়নের ২১টি গ্রামের মধ্যে ১০টি গ্রাম পানি বন্ধি অবস্থায় থাকে। যেখানে একমাত্র মাছ ছাড়া অন্য কোন ফসল পাওয়া যায় না। তবে বর্তমান ঘের-ভেঢ়ি তৈরী করে শাক-সবজির চাষ করা হচ্ছে এবং তা নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে রপ্তানী করা হচ্ছে। বর্ষা মৌসুমে ১৭টি গ্রামে পানি বন্ধি অবস্থায় থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস